এক, দুই করে পাঁচ বছর। দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছরও শুরু হল দক্ষিণবঙ্গ স্বাস্থ্য ও সংস্কতি মেলা। শুক্রবার ২১শে ডিসেম্বর থেকে ২৪শে ডিসেম্বর পর্যন্ত দুর্গাপুরের সিটিসেন্টারের চতুরঙ্গ ময়দানে এই মিলণ মেলার আয়োজন করা হয়েছে। যেখানে সকল দুর্গাপুরবাসীর জন্য একগুছ স্বাস্থ্য সচেতণতামূলক উদ্যোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আরাধনা ওয়েলফেয়ার সোসাইটি। এই স্বাস্থ্য শিবিরে থাকছে বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক সুপরামর্শ শিবির, প্রতিবন্ধী শনাক্তকরণ ও শংসাপত্র বিতরন, ক্যান্সার শিবির।
শনিবার পুনরুজ্জীবন তথা মরনোত্তর অঙ্গদান বিষয়ে মশাল মিছিল। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকছে বিজ্ঞান প্রদর্শনী, চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী, সাংস্কৃতিক প্রতিযোগিতা। শুক্রবার চতুরঙ্গ ময়দানে এই স্বাস্থ্য ও সংস্কৃতি মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, মহকুমাশাসক, রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট চিত্র ও ভাস্কর্য শিল্পী অধ্যাপক ঝনক ঝঙ্কার নার্জারী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত পাঁচ বছর ধরেই দুর্গাপুরবাসী তথা সর্বসাধারণের জন্য কাজ করে আসছে আরাধনা। সমাজসেবায় অঙ্গীকার করেই সাধারণের সুস্থতা কামনায় বদ্ধপরিকর তারা। গত কয়েকবছরে দুর্গাপুরবাসীর কাছেও আরাধনা নিজের পরিচিতি আদায় করে নিয়েছে তাদের কাজের মাধ্যমে।