নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুায় ছাত্রীর গণধর্ষণ ঘটনায় দুজনের গোপন জবানবন্দি নেওয়া হল। দুজন হল ঘটনায় অভিযুক্ত ও ধৃত শেখ রিয়াজউদ্দিন ও রফিক শেখ।
প্রসঙ্গত রবিবারই দুজনকে পুলিশই হেফাজত থেকে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার তাদের জেল থেকে দুর্গাপুর মহাকুমা আদালতে নিয়ে যাওয়া হয় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার জন্য। পুলিশ সূত্রে জানা গেছে, বিএলএসএস-এর ১৮৩ ধারায় বিচারকের কাছে গোপন জবানবন্দি দেয় ধৃতরা। এরপর তাদের জেল হেফাজতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বুধবার ফের এই দুজন সহ ধৃত ছয়জনকে দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে সহপাঠী পুরুষ বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়ে গণধর্ষণের শিকার হন দুর্গাপুরের আইকিউসিটি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী । অভিযোগ ছাত্রীকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তদন্তে নেমে পুরুষ সহপাঠী সহ কলেজ সংলগ্ন বিজড়া গ্রাম থেকে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সকলেই জেল হেফাজতে রয়েছে।






