সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- মঙ্গলবার দুর্গাপুরে ভিড়িঙ্গিতে বিএসএনএল অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটলো। এদিন সকালে হঠাৎ স্থানীয়রা বিএসএন অফিস থেকে কালো ধোঁয়া বেরোতো দেখেন। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা গেছে মূলত সার্ভার রুমে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তের পরে অনুমান দমকল বাহিনীর। তবে এই অগ্নিকাণ্ডের জেরে বিএসএনএল অফিসে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি।






