সঙ্গীতা চৌধুরী,বাঁকুড়াঃ- শিশুদের জন্য এবার বিনা বিনে পয়সার পাঠশালা তৈরি হল বাঁকুড়ায়! হ্যাঁ একটি স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগ দেখে সকলেই প্রশংসা করছেন। স্মরণ স্বেচ্ছাসেবী সংস্থাটি দীর্ঘদিন ধরে গরীব মানুষদের জামা কাপড় দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দান ধ্যানমূলক কাজে নিযুক্ত ছিল। তবে বর্তমানে তারা একটা বিনা পয়সার পাঠশালা খুলেছেন। এই কাজের প্রধান উদ্যোক্তা শুভজিৎ সার , দীপ মুখোপাধ্যায়, হীরক জ্যোতি চক্রবর্তী, মধুসূদন মাহাতো প্রমুখ।
এই বিনা পয়সার পাঠশালা সম্পর্কে স্মরণের কর্ণধার শুভজিৎ সার বলেন,“এখন আমরা শুধু দান ধ্যানের মধ্যেই আর সীমাবদ্ধ নই। আমরা দুস্থ মানুষদের মধ্যে শুধু কিছু জামা প্যান্ট বস্ত্র কম্বল দান করে কিংবা কিছু খাবার তুলে দিয়ে ক্ষনিকের হাসি দেখার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা দুস্থ মানুষের মুখে স্থায়ী হাসি দেখতে চাই। এবার আমরা গোঁড়া থেকেই গড়তে চাই। সমাজের একেবারে প্রথম প্রজন্মের শিশুদের বিকাশের জন্য আমরা কাজ শুরু করতে চলেছি। ‘বিনে পয়সার পাঠশালা’য় আমরা সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা দীক্ষায় শক্ত ভীতির ওপর দাঁড় করাতে চাই। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওরা যা পড়ছে পড়ুক। তারপরেও আমরা ‘বিনে পয়সার পাঠশালা’য় ওদের একটু বাড়তি সাহায্য করতে চাই। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী শিক্ষাদীক্ষার পাশাপাশি স্থানীয় ভাষা শিক্ষায়ও আমরা গুরুত্ব দিতে চাই। ধীরে ধীরে আমরা ওদের শারীরিক, মানসিক বিকাশ ও আত্মরক্ষার জন্য স্পোর্টস, ক্যারাটে ও বিজ্ঞান সচেতনতা গড়ে তোলার প্রচেষ্টা করবো।”
উল্লেখ্য গত ০৩/১১/২০২৫ তারিখ সোমবার থেকে স্মরণের ‘বিনে পয়সার পাঠশালা’ আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করছে। বাঁকুড়ার কেলিয়াপাথর (ডাহুডাঙ্গা), রানিবাঁধে দুপুর ৩টের সময় এর শুভ উদ্বোধন হয়।


















