সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রানিগঞ্জে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ডাম্পারের পেছনে দাঁড়িয়ে থাকা মারুতিতে ধাক্কা কন্টেনারের। অল্পের জন্যে রক্ষা পেলেন চালক সহ তিনজন।
দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ থানার রানিসায়ের মোড়ের কাছে রানিগঞ্জ টিভি হাসপাতালে সামনে ১৯ নম্বর জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান জামুরিয়ায় দিক থেকে একটি মারুতি গাড়ি দুর্গাপুরে যাচ্ছিলো। সেই সময় একটি ডাম্পার দুর্গাপুরের লেন থেকে ডানদিকে বাঁক নিয়ে আসানসোলের লেনে যাচ্ছিলো। যে কারণে মারুতি গাড়িটি ওই ডাম্পারের পেছনে দাঁড়িয়েছিলো। ওই সময় আসানসোল থেকে দুর্গাপুরের দিকে যাওয়া একটি কন্টেনার ডাম্পারের পেছনে দাঁড়িয়ে থাকা মারুতি গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় মারুতি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। যদিও সেই সময় চালক সহ গাড়িতে থাকা তিনজন আশ্চর্জনজকভাবে অক্ষত থাকেন। গাড়ির চালকের সামান্য একটু আঘাত লাগলেও, গাড়ির মধ্যে থাকা এক মহিলা ও এক ব্যক্তির কোন কিছু হয়নি।
স্থানীয়দের দাবি ১৯ নম্বর জাতীয় সড়কের এই জায়গাটি যাতায়াতের জন্য খুবই বিপজ্জনক। তার জন্য এই এলাকায় ফুট ওভার ব্রিজ করার আবেদন জানিয়েছেন তারা, যাতে এলাকার বাসিন্দারা নিশ্চিন্তে যাতায়াত করতে পারেন।
অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক গার্ড পুলিশ। এবং স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।


















