নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভারতবর্ষের অমর সঙ্গীত স্রষ্টা সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপিত হলো দুর্গাপুর ইস্পাত সলিল সমারোহ উৎসব কমিটির উদ্যোগে-গত বৎসর ১৯ নভেম্বর থেকে বর্ত্তমান বৎসরের ১৯ নভেম্বর পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক বর্ণময় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে। ১৯ নভেম্বর এই মহান গীতিকার, সুরকারের ১০১ তম জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন- বিশিষ্ট কবি,বুদ্ধিজীবি তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুপ মিত্র,রানীগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, দুর্গাপুর ২ কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সন্তোষ দেব রায়,বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দীপক দেব,সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, শ্রমিক নেতা সুখময় বসু,গণনাট্য আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব সীমান্ত তরফদার,আশিসতরু চক্রবর্ত্তী,সাংস্কৃতিক সংগঠক কানাই বিশ্বাস প্রমুখ উল্লেখযোগ্য মানুষেরা। উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল- দুর্গাপুর রম্যবীণা,লহরী,একত্র ইত্যাদি সংস্থার সম্মেলক সঙ্গীত , প্রণব মুখোপাধ্যায়,ঋতুকণা ভৌমিক,সোমনাথ বন্দ্যোপাধ্যায়,হেমন্ত মজুমদার,শ্রীরূপা চোঙদার প্রমুখ পরিবেশিত একক সংগীত,গৌতম চক্রবর্ত্তী,নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি,শিশু শিল্পী অন্বেষা, সানভি, আরাধ্যা, শ্রুতি, সুনেত্রা,অনুশীলা প্রমুখ পরিবেশিত নৃত্যানুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবদাস সেন।


















