নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে “আমাদের পাড়া আমাদের সমাধান” শিবির থেকে একসঙ্গে ২৯টি প্রকল্পের শিলান্যাস করা হল। রবিবার মামড়া বাজারে অনুষ্ঠিত এই সরকারি কর্মসূচি শিবর থেকে দুর্গাপুর নগর নিগমের ৩ নং বোরো এলাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করা হয়। যার মধ্যে রয়েছে রাস্তা, আলো, নিকাশি সহ নানা পরিকাঠামোগত প্রকল্প।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুন্নাবলম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাস, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ও ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা দীপেন মাজি সহ বিশিষ্টজনেরা।
এদিন সাংসদ কীর্তি আজাদ ও জেলাশাসক বলেন, দুর্গাপুরে অনেক প্রকল্প ” আমাদের পাড়া আমাদের সমাধান ” র মাধ্যমে করা হবে। ইতিমধ্যেই বেশকিছু প্রকল্পকে রাজ্য সরকার অনুমোদন দিয়েছে। এদিন তার মধ্যে ২৯ টি প্রকল্পের শিলান্যাস করা হলো।
প্রসঙ্গত বহুদিন ধরেই একাধিক ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন ৩ নম্বর বোরো এলাকার মানুষজন। স্থানীয়দের একাংশের মতে একসঙ্গে ২৯টি প্রকল্পের শিলান্যাসের মধ্য দিয়ে দুর্গাপুরের ৩ নম্বর বোরো এলাকায় উন্নয়নের যে অধ্যায় শুরু হল ভবিষ্যতে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে এলাকার সার্বিক উন্নয়নের মাধ্যমে তা সম্পূর্ণতা পাবে।


















