eaibanglai
Homeএই বাংলায়আসানসোল রবীন্দ্রভবনে এনুমারেশন ফর্ম জমা নেওয়ার অভিযোগ বিএলওর বিরুদ্ধে

আসানসোল রবীন্দ্রভবনে এনুমারেশন ফর্ম জমা নেওয়ার অভিযোগ বিএলওর বিরুদ্ধে

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে আইআইআর প্রকল্প চালু হওয়ার সময়ই নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল প্রত্যেক বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করতে হবে। প্রয়োজনে একটি বাড়িতে একাধিকবার যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের। কিন্তু বিভিন্ন জায়গায় ওই নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ উঠছে। এবার সেরকমই একটি অভিযোগ সামনে এল আসানসোলে।

শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনের চত্বরে দেখা যায় পুরুষ ও মহিলাদের লম্বা নাইন এবং খোঁজ খবর নিয়ে জানা যায় সেখানে আপকার গার্ডেন এলাকার বাসিন্দাদের এনুমারেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে।

লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনকে জিজ্ঞাসা করে জানা যায় বিএলও তাদের বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করেছেন। কিন্ত ফর্ম সংগ্রহের জন্য তারা যখন বিএলওকে ফোন করেন তিনি জানান রবীন্দ্র ভবনে ফর্ম জমা নেওয়া হচ্ছে। সেইমতো তারাও ফর্ম জমা দেওয়ার জন্য লাইন দিয়েছেন।

অন্যদিকে এই প্রসঙ্গে আসানসোলের এক প্রশাসনিক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি অবশ্যা এতে কোনো নিয়মভঙ্গের কিছু নেই বলে জানিয়েছেন। তিনি দাবি করেছেন নির্বাচন কমিশনই জানিয়েছে কোন বিএলও-র বাড়ি বাড়ি যেতে সমস্যা হলে তিনি তার বুথে বসে ফর্ম জমা নিতে পারেন। তাতে কোন অসুবিধা নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments