eaibanglai
Homeএই বাংলায়লাল মাটির দেশ থেকে টলিউডের যাত্রা

লাল মাটির দেশ থেকে টলিউডের যাত্রা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- সুদূর লাল মাটির দেশের ছেলে। নিজেকে প্রমাণ করার লক্ষ্যে বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে স্ট্রাগল। স্টুডিওতে কাজের জন্য ঘুরে ঘুরে পায়ের চটি ক্ষয় করে অবশেষে মেলে সাফল্য। গ্যাংস্টার-ভিত্তিক বাংলা থ্রিলার ‘আগুন’ ছবিতে দেখা যাবে বাঁকুড়ার ছাতনার ছেলে ঋষভ সরকারকে।

ছবিটি পরিচালনা করেছেন রাহুল সাহা। ঋষভ জানান সিনেমায় তাঁর চরিত্রটি ছাতনা বা বাঁকুড়ার মতো জায়গা থেকে উঠে আসা একজন ব্যক্তির। ছবিতে রানা মিত্র ও জয় বদলানির মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এই ছবিতে একটি গ্রে-শেড চরিত্রে অভিনয় করেছেন ঋষভ—না পুরো খলনায়ক, না পুরো নায়ক। সিনেমার গল্প গ্যাংস্টার-ভিত্তিক। ছবির চরিত্রগুলোর অনুপ্রেরণা এসেছে দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া—এক কথায় ডন মাফিয়া কালচার থেকে।

সিনেমায় আসার আগে ইউটিউব চ্যানেল চালাতেন ঋষভ, এরপর একটি শর্ট ফিল্ম বানান বন্ধুদের নিয়ে। তারপর বন্ধুরা যে যার মত কাজে বাইরে চলে যায়। ইউটিউব চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিলনা ঋষভের পক্ষে। সেজন্যই বাড়িতে না জানিয়ে কলকাতায় পাড়ি দেন ঋষভ। সারারাত কাটান হাওড়া স্টেশনে। বড় বড় স্টুডিওতে কাজের খোঁজ শুরু করেন। ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য লাইটিং,এডিটিং,ক্যামেরা সব রকম কাজও শেখেন। অবশেষে মেলে অডিশন দিয়ে ছবিতে কাজ করার সুযোগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments