eaibanglai
Homeএই বাংলায়শিল্প বাঁচানোর ডাক দিয়ে "জ্যাঠা" মিছিল বামেদের, কটাক্ষ তৃণমূলের

শিল্প বাঁচানোর ডাক দিয়ে “জ্যাঠা” মিছিল বামেদের, কটাক্ষ তৃণমূলের

সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের শিল্প বাঁচানোর ডাক দিয়ে ও ১০০ দিনের কাজ চালু, ২০০ দিনের কাজের দাবিতে আগামী ৭ ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত জ্যাঠা মিছিলের ডাক দিয়েছে সিপিএম শ্রমিক সংগঠন সিটু।

দুর্গাপুর ইস্পাত কারখানা, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, দামোদর ভ্যালি কর্পোরেশন, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড ইত্যাদি কারখানাগুলির সম্প্রসারণ ও রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালু করতে হবে ও বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে নতুন নতুন শিল্প আনতে হবে। এমনটাই দাবি বাম শ্রমিক সংগঠনের।

এইসব দাবি-দাওয়া নিয়ে একযোগে চলবে জেলায় চারটি পদযাত্রা। কাঁকসা থেকে দুর্গাপুর ইস্পাত নগরীর চন্ডীদাসে শেষ হবে একটি পদযাত্রা। জামুড়িয়া থেকে অন্ডালে আরেকটি পদযাত্রা। বার্ণপুর থেকে আসানসোল পর্যন্ত চলবে আরেকটি পদযাত্রা। সাঁকতরিয়া থেকে চিত্তরঞ্জন চলবে আরো একটি মিছিল। এই কর্মসূচির নেতৃত্ব দেবেন সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম, ডিওয়াইএফ আই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটু অফিসে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, বীরেশ্বর মন্ডল প্রমুখ।

এদিকে সিটুর এই শিল্প বাঁচানো ও কর্ম সংস্থানের দাবি নিয়ে কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে কটাক্ষের সুর শোনা গেল স্থানীয় তৃণমূল নেতৃত্বের গলায়। তাঁদের দাবি বর্তমান সরকার শিল্প কাঠামোকে উন্নত করার জন্য জেলায় জেলায় সম্মেলন করছে। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের জায়গা তৈরি করছে। অথচ ৩৪ বছর ধরে ক্ষমতায়
থেকে শিল্পের বাধা হয়ে দাঁড়িয়েছিল সিপিএম। এখন জ্যাঠা মিছিলের নামে জ্যাঠামো করতে চাইছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments