সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- জেলার প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধার্তে ও চিকিৎসা পরিষেবা দিতে সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে চালু করা হয়েছে মোবাইল মেডিকেল ইউনিট বা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। যেগুলি এলাকায় এলাকায় ঘুরে ঘুরে চিকিৎসা পরিষেবা প্রদান করছে।
এই মোবাইল মেডিকেল ইউনিটগুলি অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত। সেখানে চোখ সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। রয়েছেন চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মীরা।
শুক্রবার আসানসোল পুরনিগমের কুলটি বিধানসভা কেন্দ্রের ডুবুরডিহি এলাকার এমনই একটি মোবাইল মেডিকেল ইউনিট নজে আসে। মোবাইল মেডিকেল ইউনিটের উদ্যোগে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে স্বাস্থ্য শিবির স্থাপন করে এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়।
মোবাইল মেডিকেল ইউনিটের সাথে যুক্ত ডুবুরডিহি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ উজ্জ্বল মিশ্র জানান, কুলটি ব্লকের জন্য একটি মোবাইল মেডিকেল ইউনিট দেওয়া হয়েছে। এটি প্রতিদিন ব্লকের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। যেখানে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত পশ্চিম বর্ধমান জেলায় মোট পাঁচটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। আসানসোল পুরনিগম এলাকার জন্য দুটি, রানিগঞ্জ ও অন্ডালের আশপাশের এলাকার জন্য একটি এবং দুর্গাপুর নগর নিগম এলাকা ও পানাগড়ের জন্য একটি করে। দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর দুয়ারে চিকিৎসা পরিষেবার দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি রাজ্য প্রশাসনের।


















