নিজস্ব সংবাদদাতা দুর্গাপুরঃ- শুক্রবার ৫ডিসেম্বর থেকে শুরু হয়েছে তৃতীয় বর্ষের ‘দুর্গাপুর উৎসব ২০২৫’, চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ বছরের দুর্গাপুর উৎসব এক নতুন আঙিনায় নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। দুর্গাপুর উৎসবকে কেন্দ্র করে শহরের চিত্রালয় মেলা ময়দানে এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। যেখানে দুর্গাপুর উৎসব উপলক্ষ্যে আয়োজিত মেলা প্রাঙ্গণে স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি, বিনোদন, কৃষিকার্য, বিদেশি গাড়ি সহ রাজ্য তথা দেশ বিদেশের বহু নামিদামি কর্পোরেট সংস্থা তাদের প্রচার প্রসারের জন্য হাজির হয়েছে এবং বর্ণাঢ্য প্যাভিলিয়নের ব্যবস্থা করেছে। এইসব প্যাভিলিয়নের মধ্যে স্থান করে নিয়েছে রাজ্য জুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিক ব্লগার ইউটিউবার ও কনটেন্ট রাইটারদের অধিকার নিয়ে কাজ করা বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন।
গত দুবছর ধরে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন দুর্গাপুর উৎসবের আঙিনার মাধ্যমে তাদের সংস্থার কাজকর্ম তুলে ধরেছেন দেশের সামনে। এবছর দুর্গাপুর উৎসবে ফিতে কেটে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের প্যাভিলিয়নের শুভ উদ্বোধনী করেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও বর্ষিয়ান মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস দলের জেলা সভাপতি শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী। বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের সভাপতি মনোজ সিংহ এদিন মন্ত্রী ও উপস্থিত বিশিষ্ট অতিথিদের সংস্থার কাজকর্ম সম্বন্ধে অবগত করান।
এদিন বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার ও তৃণমূল জেলা সভাপতি শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বঙ্গ ডিজিটাল সম্মানে সম্মানিত করা হয়। উপস্থিত সকল মাননীয় অতিথিদেরকে পুষ্প স্তবক দিয়ে অভ্যর্থনা জানান সংস্থার অন্যতম কর্মকর্তা শ্রী দেবব্রত ঘোষ। দুর্গাপুর শিল্পাঞ্চলের নামকরা নৃত্য গোষ্ঠীর ছোট ছোট কলা কুশলীরা এদিন উপস্থিত হয়েছিল রাজ্যের মাননীয় মন্ত্রিসহ অতিথি বর্গদেরকে আপ্যায়ন করার জন্য। এক কথায় বলতে গেলে এদিন বিশিষ্ট অতিথিদের আগমনে আনন্দমুখর হয়ে ওঠে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের প্যাভিলিয়ান প্রাঙ্গন।
বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের সভাপতি মনোজ সিংহ, সম্পাদক গনেশ চক্রবর্তী ও সহ-সম্পাদক দেবব্রত ঘোষ একত্রিতভাবে জানান, ২০২০ সালে করোনার মহামারী সময় থেকে শুরু হয়েছিল বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পথ চলা। রাজ্যের সমস্ত ইউটিউবার, ব্লগার, ভেরিফাইড পোর্টাল, ডিজিটাল সাংবাদিক সহ কনটেন্ট রাইটারদেরকে একত্রিত করে তাদের বিভিন্ন সমস্যা ও কর্মক্ষেত্রে সরকারি স্বীকৃতি আদায়ের জন্য লড়াই শুরু করে সংস্থা। এই লড়াইয়ের ফল হিসাবে ইতিমধ্যেই রাজ্য সরকারের আনুকূল্যে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিজিটাল সাংবাদিকদের সচিত্র পরিচয় পত্র দেওয়া হয়। শুধু তাই নয় প্রতিটি জেলার জেলা তথ্য আধিকারিকের কাছে আলাদা করে একটি ডিজিটাল মিডিয়ার জন্য নথিভূক্ত সূচি তৈরি করা হয়েছে। তবে এই লড়াই ও প্রয়াস এখানেই থেমে থাকবে না। আগামী দিনে জেলায় জেলায় নিজস্ব কার্যালয় তৈরি তথা রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাবে সংস্থা। আর এই প্রচেষ্টায় রাজ্যের মানুষের আশীর্বাদ ও রাজ্য সরকারের সহযোগিতা পাবেন বলেই আশা প্রকাশ করেছেন সংস্থার পদাধিকারীরা।


















