নিজস্ব সংবাদদাতা দুর্গাপুরঃ- দুধ ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে প্রায় ৪০ ফুট রাস্তা হিঁচড়ে নিয়ে গেল নীল বাতি লাগানো গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই দুধ ব্যবসায়ী। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের কদমাঘাটি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের নীল বাতি লাগানো একটি বোলেরো গাড়ি বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিক থেকে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে।
অন্যদিকে দুর্ঘটনার পর আশঙ্কাজনক ভাবে আহত দুধ ব্যবসায়ীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নীল বাতি লাগানো গাড়ি আটকে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে
দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ।


















