eaibanglai
Homeএই বাংলায়মানুষ কেন পাপ কাজ করে জানেন?

মানুষ কেন পাপ কাজ করে জানেন?

সঙ্গীতা চৌধুরীঃ- অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে,“মানুষ কার দ্বারা চালিত হয়ে পাপ কার্য করে” তখন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খুব সুন্দর ভাবে এর ব্যাখ্যা দিয়েছিলেন।

শ্রীকৃষ্ণ বলেছিলেন,“হে অর্জুন, পাপের কারণ হলো রজো গুণ থেকে উৎপন্ন কাম। রজো গুণ মানে হচ্ছে মনের অতিরিক্ত ইচ্ছে, লোভ ও অস্থিরতা। এই রজোগুণ থেকেই জন্মায় কাম- অর্থাৎ সবকিছু চাই, আরও চাই এমন তীব্র চাহিদা। আর এই কাম পূরণ না হলে তৈরি হয় ক্রোধ। এই কাম–ক্রোধই মানুষের বুদ্ধি ঢেকে তাকে পাপের পথে নিয়ে যায়।”

এই কথার অর্থ হল, ‘ভগবান কাউকে দিয়ে পাপ কাজ করান না। মানুষের নিজের ভেতরে থাকা রজঃগুণ, অতিরিক্ত ইচ্ছে ও লোভই তাকে ভুল পথে ঠেলে দেয়। মানুষের ভেতর থাকা রজঃ গুণের প্রভাবেই মানুষ পাপ কাজ করে। তাই আপনি যদি মনকে শান্ত রাখতে পারেন তাহলেই নিজেকে ভুল ও পাপের থেকে বাঁচাতে পারবেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments