eaibanglai
Homeএই বাংলায়শীতে দুঃস্থদের পাশে বিশিষ্ট সমাজসেবী

শীতে দুঃস্থদের পাশে বিশিষ্ট সমাজসেবী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অগ্রহায়ণের মাঝামাঝি। পারদ নামতে শুরু করেছে ইতিমধ্যেই। মিঠেকড়া রোদ গায়ে মেখে শীতের আমেজ উপভোগ করছে সকলে। লেপ কম্বল নেমে গেছে বাড়িতে বাড়িতে। এদিকে শহরের আনাচে কানাচে অসহয়া দুঃস্থ মানুষ অথবা ভবঘুরে মানুষ আছেন যাদের খোলা আকাশের নীচে, কনকনে ঠাণ্ডায় রাত কাটাতে হয়। তাদের কথা ভেবে এগিয়ে এলেন দুর্গাপুরের বিধাননগরের বিশিষ্টি সমাজসেবী বব সেনগুপ্ত।

এইসব মানুষের কথা ভেবে বিধাননগরের ডিডিএ মার্কেটে কম্বল প্রদান কর্মসূচির আয়োজন করেন তিনি। যেখানে প্রায় ৪০০ দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি। তিনি বলেন, “এই শীতে দুঃস্থদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির দে। তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সৌহার্দ্য ও মানবিকতার উদাহরণ বলে উল্লেখ করেন।

অন্যদিকে সমাজসেবী বব সেনগুপ্ত বলেন, “শীতের রাতে যেন কেউ ঠান্ডায় কষ্ট না পান, সেই ভাবনা থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।” ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ারও বার্তা দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments