eaibanglai
Homeএই বাংলায়মেগা রক্তদান থেকে বাইক র‍্যালি, স্বামীজীর জন্মজয়ন্তী উদযাপনে শহরবাসী

মেগা রক্তদান থেকে বাইক র‍্যালি, স্বামীজীর জন্মজয়ন্তী উদযাপনে শহরবাসী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মবার্ষিকি তথা জাতীয় যুব দিবসে যুব সমাজের মধ্যে দেশপ্রেম শৃঙ্খলা ও মানবিকতার বার্তা পৌঁছে দিতে শিল্পশহর দুর্গাপুর জুড়ে নানান কর্মসূচির আয়োজন করেছে একাধিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন। স্বামীজীর বাণী ও ছবিতে সেজে উঠেছে শিল্পশহরের নানা প্রান্ত। প্রভাত ফেরি থেকে পূজা অর্জনা, সামাজিক ও সংস্কৃতিক বিভিনি কর্মসূচি ও উৎসাহ -উদ্দীপনার সঙ্গে জন্মজয়ন্তী পালন হচ্ছে ও বীর সন্ন্যাসীকে স্মরণ করছে শহরবাসী।

এদিন দুর্গাপুরের বিধাননগরে বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে স্বামীজীর স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ঠাকুর, মা, স্বামীজীর পুজো অর্জনার মধ্য দিয়ে সূচনা হয় দিনভরের কর্মসূচির। পুজো অর্চনা প্রসাদ বিতরণের পাশাপাশি ছিল মেগা রক্তদান শিবিরের আয়োজন। যেখানে প্রায় ২০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামহরিপুর রামকৃষ্ণমিশনের সম্পাদক পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দ জী মহারাজ। তিনি এদিনের সমগ্র অনুষ্ঠানটির সূচনা করেন।

অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম দীপঙ্কর লাহা জানান, “প্রতিবছরের মতো এ বছরও স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বহু মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। দু’দিন ধরে চলবে এই অনুষ্ঠান।”

অন্যদিকে এদিন যুব দিবস উপলক্ষ্যে এক ভিন্ন স্বাদের কর্মসূচি নিয়েছিল শহরের একদল যুবক। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শহরের রাজীব গান্ধী মেলা ময়দান থেকে এক বাইক র‍্যালির আয়োজন করা হয়। প্রায় শতাধিক যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই বাইক র‍্যালিতে। রাজিব গান্ধী মেলা ময়দান থেকে শুরু হওয়া র‍্যালিটি দুর্গাপুর ইস্পাত নগরী বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ১৯নম্বর জাতীয় সড়ক ধরে এম এ এম সি হয়ে পুনরায় চন্ডীদাস মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী যুবকেরা সকলেই হেলমেট পরিধান করে এবং সমস্ত ট্রাফিক নিয়ম মেনে সুশৃংখলভাবে র‍্যালিটি সম্পন্ন করে।

এই প্রসঙ্গে উদ্যোক্তা শুভ্রনীল বিশ্বাস জানান, “যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দ। তার আদর্শ ও অনুপ্রেরণাকে আজকের যুবকদের মধ্যে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ। আমরা চাই তাঁর শিক্ষা ও আদর্শকে সঙ্গী করে সমাজের সকল স্তরের মানুষের জন্য কাজ করে যেতে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments