নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ক্যারাটে অ্যাকাডেমির উদ্যোগে দুর্গাপুরে অনুষ্ঠিত হল ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান। যেখানে ৫০ জন ক্যারাটে শিক্ষার্থী ব্ল্যাক বেল্ট অর্জন করে, যা দুর্গাপুর ক্যারাটে অ্যাকাডেমির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে জানান অ্যাকাডেমির কর্ণধার মাস্টার সমীর কুমার মণ্ডল। তিনি জানান, এই প্রথম দুর্গাপুরে এত বড় আকারে ক্যারাটে ব্ল্যাক বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হল।
পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার বিভিন্ন এলাকা থেকে শিশু ও কিশোর শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। দীর্ঘ চার থেকে পাঁচ বছরের কঠোর অনুশীলন ও অধ্যবসায়ের পর ৫০ জন শিক্ষার্থী এদিন এই সম্মানজনক ব্ল্যাক বেল্ট অর্জন করতে সক্ষম হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী ফার্স্ট ডান ব্ল্যাক বেল্ট অর্জন করেছে। এছাড়াও তিনজন সেকেন্ড ডান এবং একজন থার্ড ডান ব্ল্যাক বেল্ট লাভ করেছে।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত পাওয়ার লিফটার সীমা দত্ত চ্যাটার্জি, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত এবং সমাজকর্মী রমাপ্রসাদ হালদার। তাঁরা সকলেই সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শিশু কিশোর বয়সে শারীরিক ও মানসিক বিকাশে ক্যারাটে ও মার্শাল আর্টের গুরুত্বের কথা উল্লেখ করেন।
অন্যদিকে অ্যাকাডেমির কর্ণধার মাস্টার সমীর কুমার মণ্ডল বলেন ,“মার্শাল আর্ট শুধুমাত্র শারীরিক সক্ষমতা নয়, মানসিক শক্তি ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে। আজ সমাজে যেসব অপরাধ ও বিকৃত মানসিকতার ঘটনা ঘটছে, তার মূল কারণ মানসিক নিয়ন্ত্রণের অভাব।” পাশাপাশি তিনি নতুন প্রজন্মকে মোবাইল টিভি ছেড়ে ক্যারাটে, মার্শাল আর্টসের মতো কোন বিষয় বেছে নিয়ে শারীর চর্চা করার আহ্বান জানান। সমীরবাবুর মতে এরফলে শিশু ও কিশোরদের, শরীর ও মনের মধ্যে ভারসাম্য তৈরি হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস গড়ে উঠবে।



















