সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -: রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন সংক্রান্ত শুনানি। বৈধ ও অবৈধ সমস্ত ভোটার আতঙ্কগ্রস্ত। দলের নির্দেশ মেনে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের সাহায্য করার জন্য দলীয় কর্মীদের সঙ্গে শুনানি কেন্দ্রের কাছে গড়ে তোলা দলের সহায়ক কেন্দ্রে নিয়মিত উপস্থিত থাকছেন আউসগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থাণ্ডার। তিনি মন দিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন এবং তাদের আশ্বস্ত করছেন।
এদিন ছিল বিধায়কের জন্মদিন। ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের কাছে দিনটির গুরুত্ব আলাদা। সেটি উপেক্ষা করেই দায়িত্ববোধের টানে প্রতিদিনের মত এদিনও সকালেই তিনি হাজির হলেন গুসকরায় দলীয় কার্যালয় হয়ে শুনানি কেন্দ্রে। সেখানে উপস্থিত দলের কর্মীদের দাবি মেনে হাসিমুখে জন্মদিনের কেকও কাটেন। তারপর ছুটে যান শুনানি কেন্দ্রে। বিধায়ককে কাছে পেয়ে শুনানিতে ডাক পাওয়া মানুষগুলি খুব খুশি। তাদের বক্তব্য, বিপদের দিনে এলাকার অভিভাবক যদি পাশে থাকেন তাহলে মনে জোর পাওয়া যায়। প্রসঙ্গত, এলাকায় ‘ডাকলেই পাওয়া যায়’ হিসাবে পরিচিত বিধায়ক নিয়মিত সাধারণ মানুষের পাশে থাকেন।
বিধায়ক বললেন, জন্মদিন আবার আসবে। সেদিন আনন্দ করব। নির্বাচন কমিশনারের সৌজন্যে সাধারণ মানুষ যখন আতঙ্কগ্রস্ত তখন তাদের পাশে না থাকাটা চরমতম অন্যায়।


















