নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দিন চারেক আগে ঘটা দুর্গাপুরের মুচিপাড়ার রায় মার্কেটে দুঃসাহসিক ডাকাতির ঘটনার কিনার করল কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে। ধৃত দুষ্কৃতির নাম গোপী মুন্ডা। সে বিধাননগরের এইচএফসি কলোনি এলাকার বাসিন্দা।
গত মঙ্গলবার গভীর রাতে মুচিপাড়ার রায়মার্কে হানা দেয় দুষ্কৃতীদের একটি দল। মার্কেটের নীরাপত্তারক্ষীকে মারধর করে হাত-পা বেঁধে দুটি ভ্যারাইটি স্টোরে লুঠপাট চালিয়ে পালায় তারা। যাওয়ার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পর দিন হাত পা বাঁধা ও অচৈতণ্য অবস্থায় উদ্ধার করা হয় নিরাপত্তারক্ষী, কাঁকসা ব্লকের গোপালপুর গ্রামের বাসিন্দা মহাদেব ধীবরকে। তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে। কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয় তদন্ত। তদন্তের ভিত্তিতে শনিবার রাতে দুর্গাপুরের এইচএফসি কলোনি এলাকা থেকে গোপী মুন্ডা নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে ঘটনায় আর কারা জড়িত রয়েছে জানার চেষ্টা করছে পুলিশ।



















