নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যস্নান পর্ব শেষ করে দুর্গাপুরে মৃত বিজেপি কর্মীর বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন কাঁকসার রূপগঞ্জে নিহত বিজেপি কর্মী সন্দীপ ঘোষের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সন্দীপ খুনের ঘটনায় রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি।পাশাপাশি মৃতের পরিবারের দাবী ছেলের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। তারা সাফ জানিয়েছেন, পুলিশের প্রতি তাদের আস্থা নেই। পাশাপাশি ইতিমধ্যেই ওই পরিবারের মেয়েকে শাসক দলের তরফে দেওয়া অস্থায়ী চাকরিও তারা প্রত্যাখ্যান করেছেন। শুধু তাই নয়, ক্ষতিপূরণ বাবদ বিজেপির দেওয়া ৫ লক্ষ টাকার চেকও প্রত্যাখ্যান করেছেন তারা। উল্লেখ্য, মকর সংক্রান্তির আগের রাতে কাঁকসার কুলডিহায় মৃত বিজেপি কর্মী সন্দীপ ঘোষের বন্ধু জয়দীপ ব্যানার্জীর বাড়িতে রাত্রিযাপন করেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। গত ৯ই জানুয়ারী সন্দীপ খুনের ঘটনার রাতে হামলার সময় এই জয়দীপও ছিল সন্দীপের সাথে। ঘটনায় আহত হলেও সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল জয়দীপ। সেই বিজেপি কর্মীকে সাহস দিতে এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। সেখানে রাতে ভাত, ডাল, মিক্স ভেজ, মুরগীর মাংস ও ইলিশ ভাপা খাওয়া দাওয়ার পর মঙ্গলবার ভোরে জয়দেবে মকর স্নান করেন বিজেপি সভাপতি।