সংবাদদাতা,আসানসোলঃ- পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল রাস্তার পাশের বাড়িতে। এই দুর্ঘটনার জেরে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনাটি ঘটে আসানসোলের রূপনারায়ণপুরের ঝাড়খণ্ড রোডে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যে দ্রুতগামী একটি পণ্যবাহী ট্রাক দুমকা দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। হঠাৎই ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা একটি বাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ওই বাড়ির দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য রাস্তায় যানচলাচল থমকে যায়। ঘটনাস্থলে ছুটে যায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং তিনটি ক্রেনের সহায়তায় ট্রাকটিকে উদ্ধার করে রূপনারায়ণপুর ফাঁড়িতে নিয়ে যায়।


















