সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের উত্তর থানা এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনায় জেরে উত্তেজনা ছড়াল। দুর্ঘটনাটি ঘটে আসানসোলের উত্তর থানার শীতলা মোড় এলাকায়। সড়ক পারাপার করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বিকাশ থাণ্ডার, তিনি ওই এলাকারই বাসিন্দা। দুর্ঘটনার প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
জানা গিয়েছে, ওই ব্যক্তি শীতলা মোড়ের কাছে জাতীয় সড়ক পারাপার করছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ ও এলাকায় ওভার ব্রিজের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে ছুটে যায় আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে অবশেষে অবরোধ ওঠে।
মহম্মদ ইমরান নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ওই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে । তারা একাধিকবার ওভার ব্রিজের দাবি জানালেও বারংবার শুধু আশ্বাস মিলেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এর পাশাপাশি স্থানীয়রা ট্রাফিক পুলিশের বিরুদ্ধেও কর্তব্যে গাফিলতির অভিযোগ করেছেন। তাদের অভিযোগ ট্রাফিক পুলিশ কাজ না করে রাস্তার ধারে বসে বসে মোবাইল দেখে।
অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই ঘাতক গাড়ির খোঁজ শুরু হয়েছে। সেই সঙ্গেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কী কারণে দুর্ঘটনা ঘটল।


















