eaibanglai
Homeএই বাংলায়চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা

সংবাদদাতা,আসানসোলঃ- চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা, পা কাটা গেল এক যাত্রীর। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে কুমারডুবি স্টেশনে।

ঘটনার সম্বন্ধে জানা যায় এদিন দুপুর ২টা নাগাদ আসানসোল লোকাল কুমারডুবি স্টেশনে পৌঁছলে, ট্রেন থামার আগেই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান ট্রেন থেকে নিচে নামার সময় পা পিছলে পড়ে যান ওই যুবক এবং এর ফলে তার একটি পা কাটা যায়। খবর পেয়ে ছুটে যায় রেল পুলিশ এবং যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল পাঠায়। তবে যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর জখম যুবক আসানসোলের কুলটির বাসিন্দা।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য রেল চলাচলে বিঘ্ন ঘটে। রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে । অসতর্কতা ও তাড়াহুড়োর কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে রেল সূত্রে জানানো হয়েছে এবং যাত্রীদের উদ্দেশ্যে ফের একবার চলন্ত ট্রেনে ওঠানামা না করার আবেদন জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments