নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ একমাত্র খেলাই পারে শুত্রুকে মিত্রতে পরিণত করতে পারে । খেলাই পারে শরীর চর্চার মধ্য দিয়ে মনকে দৃঢ় করতে । এবার সেই খেলাকে কেন্দ্র করে উৎসবের চেহারা তথা মেলার আকার নিল সোনামুখীর রাঁধামোহন পুর অঞ্চলের অমৃতপাড়া গ্রামে । কুড়ি বছর ধরে এই খেলা হয়ে আসছে । মূলত গ্রামের যুবক সম্প্রদায়ের একাংশের প্রচেষ্ঠায় এই খেলার আয়োজন করা হয় । অমৃতপাড়া ক্রিকেট অ্যাসোসিয়শনের পরিচালনায় গত ২৯ শে ডিসেম্বর থেকে চলে আসা ক্রিকেট টুর্ণামেন্ট আজ অর্থাৎ ২৭ শে জানুয়ারী ফাইনালের মধ্যদিয়ে শেষ হল । আজকের ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় মহাশয় । এই টুর্ণামেন্টে দুর্গাপুর, পখন্না , ইন্দাস সহ মোট ৮ দিল অংশগ্রহণ করেছিল । লড়াই শেষে ফাইনালে পৌঁছান সোনামুখী এবং পাত্রসায়র । সোমবার ফাইনালে জয়ী হয় পাত্রসায়ের এবং বিজয়ী হন সোনামুখী । জয়ী দলের হাতে বিশালাকার ট্রফি এবং ২০ হাজার টাকা তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় । এবং বিজয়ী দলের হাতে একটি ট্রফি ও ১২ হাজার টাকা তুলে দেওয়া হয় । খেলাকে কেন্দ্র করে গ্রামে একটা মেলার রুপ ধারন করে । গ্রামের মহিলারাও সকাল সকাল বাড়ির কাজ সেরে খেলার মাঠে এসে হাজির হন খেলা দেখার জন্য । আজকের খেলায় অমৃতপাড়া গ্রাম ছাড়াও আশেপাশের কয়েকটি গ্রাম থেকে হাজার হাজার ক্রিকেট প্রেমীরা খেলা দেখতে ভিড় জমান । প্রায় ৫-৬ হাজার মানুষের সমাগম হয় আজকের এই খেলায় । বসেছে দোকান দেদারে বিকোচ্ছে ব্রেক চপ থেকে ভুট্টার ছাতু । এছাড়াও দর্শকদের বিনোদনের জন্য আনা হয় চেয়ারলিডারদের । যারা গানের তালে তালে দর্শকদের মনোরঞ্জন দিয়ে চলেছেন । ক্লাবের সভাপতি চন্দন চৌধুরী বলেন , আমরা সমস্ত ক্লাবের সদস্যরা আলুতে মাটি দিয়ে টাকা জোগার করে এই খেলার আয়োজন করেছি। এই খেলায় আমন্ত্রিত ছিলেন , সোনামুখী বিধানসভার বিধায়ক অজিত রায়, সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় রাধামোহনপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান রিঙ্কু রুইদাস সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তি বর্গ ।