নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার হলেন দুর্গাপুরের সিএমইআর আই এর এক বিজ্ঞানী। তাঁর নাম ড: রুদ্র চ্যাটার্জী। সোমবার অভিযুক্ত ওই বিজ্ঞানীকে দুর্গাপুর আদালতে তোলা হয়। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিযুক্ত ওই বিজ্ঞানী জানান, তাঁকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে তিনি সংস্থার ডিরেক্টর ড: হরিশ হিরানীর বিরূদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ড: হরিশ হিরানী। তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই সংস্থা থেকে তথ্য পাচার হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতেই ওই বিজ্ঞানীকে পুলিশ গ্রেফতার করে থাকতে পারে। উল্লেখ্য, রবিবার দমদম থেকে রুদ্র চ্যাটার্জীকে গ্রেফতার করে পুলিশ।