নিজস্ব প্রতিনিধি, এই বাংলায়ঃ আক্ষেপ যাচ্ছে না কিছুতেই। বৃহস্পতিবার যখন দিল্লীতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী তখন সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূর বাঁকুড়ার রানিবাঁধে বাড়িতে বসে প্রধানমন্ত্রী আমন্ত্রনে সাড়া দিতে না পারার আফসোস যেন কিছুতেই যেন যাচ্ছে না। কারণ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তথা রাজনৈতিক সংঘর্ষে স্বজন হারানো মোট ৫৪টি পরিবারকে দিল্লীতে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরের তরফে। সেইমতো দিল্লীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছিলেন গত পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসার কবলে পড়ে মৃত বাঁকুড়ার রানিবাঁধের বিজেপি কর্মী অজিত মুর্মুর পরিবারও। কিন্তু শুধুমাত্র আমন্ত্রণ দেরীতে পাওয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিরল মুহূর্ত থেকে বঞ্চিত থেকে গেলেন রানিবাঁধের মূর্মূ পরিবারের সদস্যরা। তাদের কথা থেকে জানা গেছে, ৩০শে মে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ তারা ফোন মারফত জানতে পারেন গত ২৭শে মে। ফলে মাত্র দুদিনের ব্যবধানে দিল্লী যাওয়ার প্রস্তুতি সেরে উঠতে পারেন নি তারা। তবে শুধু যে সময়ের জন্যই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হল না তা নয়, প্রতিবন্ধকতা ছিল আর্থিক ক্ষেত্রেও, অথচ তারা জানতেনই না যে তাদের দিলী যাওয়া-আসা এবং আনুসাঙ্গিক সমস্ত খরচই বহন করা হত প্রধানমন্ত্রীর দফতরের ফলে। আর এই খবর জানার পর থেকেই কিছুতেইনব আফসোস কাটিয়ে উঠতে পারছেন তারা। তাই সবমিলিয়ে আনন্দের মধ্যেও জীবনের সবথেকে বড় সুযোগ হাতছাড়া করে বেশ হতাশ বাঁকুড়ার রানিবাঁধের মূর্মূ পরিবারের সদস্যরা।