eaibanglai
Homeএই বাংলায়এক বাপের বেটা হলে মুখোমুখি লড়াইয়ের আহ্বান বাবুল সুপ্রিয়কে, আবার বিস্ফোরক জিতেন্দ্র...

এক বাপের বেটা হলে মুখোমুখি লড়াইয়ের আহ্বান বাবুল সুপ্রিয়কে, আবার বিস্ফোরক জিতেন্দ্র তিওয়ারি

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের বিতর্কের শিরোনামে আসানসোলের মেয়র তথা সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন জেলা সভাপতি জীতেন্দ্র তিওয়ারী। তবে এবার পুলিশকে নয়, সরাসরি আসানসোলের বিজয়ী সাংসদ বাবুল সুপ্রিয়কে কড়া ভাষায় সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বিতর্কে জড়ালেন দাপুটে এই তৃণমূল নেতা। “এক বাপের বেটা হলে মুখোমুখি লড়াইয়ে আসুন বাবুল সুপ্রিয়” এমনই মন্তব্য করলেন জীতেন্দ্র তিওয়ারী। বৃহস্পতিবার আসানসোল লোকসভা কেন্দ্রের তপসী অঞ্চলের কুনুস্তোড়িয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বিজেপি কর্তৃক দখল হয়ে যাওয়া পার্টি অফিস দখল মুক্ত করতে সরাসরি পৌঁছেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। সেখানেই তিনি বাবুল সুপ্রিয়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। শুধু তাই দুর্গাপুরের ঘটনা থেকেও শিক্ষা না নিয়ে আসানসোলে কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, বেআইনি পার্টি অফিস দখলদারী রুখতে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে নিজেরাই জোর করে ছিনিয়ে নিন। এইদিন জীতেন্দ্র তিওয়ারীকে সামনে পেয়ে নিজেদের অভিযোগ এবং ক্ষোভ উজার করে দেন। জানা গেছে এই দলীয় কার্যালয়টি সিপিএমের শ্রমিক সংগঠনের ছিল। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কার্যালয়টি তৃণমূল দখল করে। স্থানীয় তৃণমূল নেতা সুকুমার ভট্টাচার্য জানান, তপসি গ্রাম পঞ্চায়েত প্রধানের জমি জোর করে বিজেপির পক্ষ থেকে দখল করে দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনকে এবিষয়ে বার বার অভিযোগ জানানো সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বৃহস্পতিবার জীতেন্দ্র তিওয়ারী নিজে ঘটনাস্থলে গিয়ে পার্টি অফিস দখল মুক্ত করেন। যদিও জীতেন্দ্র তিওয়ারীর ওপেন চ্যালেঞ্জ এবং বিতর্কিত মন্তব্যের পাল্টা কোনও প্রতিক্রিয়া বাবুলের তরফে পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments