নিউজ ডেস্ক, এই বাংলাঃ দেশ জুড়ে জল সংকটের আশঙ্কার ইতিমধ্যেই শুনিয়েছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি এতটাই খারাপ যে খুব বেশি দিনও আর হাতে নেই যে জলসংকটের জেরে বিভিন্ন এলাকায় তীব্র সংকট নেমে আসতে চলেছে। ইতিমধ্যেই অন্ডালের সিদুলি এলাকায় পানীয় জলের সমস্যায় জেরবার সাধারণ মানুষ। পুকুর, জলাশয়, কুয়ো এমনকি সরকারি কলেও জল নেই। ফলে পানীয় জলের তীব্র সংকটে নাজেহাল অন্ডালের সিদুলি এলাকার বাসিন্দারা। এবার সেই জলের সমস্যার আশঙ্কা দেখা দিয়েছে দুর্গাপুরের স্টীল টাউনশিপ এলাকাতেও। জানা গেছে, মঙ্গলবার বিকেল থেকে বুধবার বেলা পর্যন্ত দুর্গাপুর স্টীল টাউনশিপ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। তবে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের তরফে আশ্বস্ত করা হয়েছে যে, জলের এই সমস্যা সাময়িক। পাইপ লাইনে ফাটল দেখা দেওয়ার কারণেই জল সরবরাহ বন্ধ রাখা হবে। বুধবার বেলা নাগাদ ফের জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।