নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ গত ১৫ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল এক ব্যক্তির নরকঙ্কাল। ঘটনা আসানসোলের জামুরিয়া থানার ৭ নম্বর ওয়ার্ডের দামোদরপুর এলাকার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা মৃতের নাম কৃষ্ণা কর্মকার। রবিবার স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, একটি নরকঙ্কালের হাড়-গোড় নিয়ে কয়েকটা কুকুর টানাটানি করছে। সঙ্গে সঙ্গে তারা জামুরিয়া থানার পুলিশে খবর দেয়। নরকঙ্কালের পাশেই চটি ও ছেঁড়া জামা পড়ে থাকতে দেখেই এলাকাবাসীরা সন্দেহ করে এই কঙ্কাল গত ১৫ দিন ধরে নিখোঁজ থাকা কৃষ্ণা কর্মকারের। তার পরিবারের লোকেদেরও খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দেখে শনাক্ত করে।পরিবারের সদস্যদের বয়ান থেকে জানা গেছে, গত ১৫ দিন আগে স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তির পর বাড়ি থেকে বেরিয়ে যায় কৃষ্ণা কর্মকার। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে পরিবারের লোকজন পুলিশে নিখোঁজ অভিযোগ দায়ের করে। পুলিশও নিখোঁজ ওই কৃষ্ণা কর্মকারের কোনও খোঁজ পায় নি। শেষপর্যন্ত রবিবার নিখোঁজের নরকঙ্কাল উদ্ধার হওয়ায় হতবাক পরিবারের সদস্যরা এবং এলাকাবাসীরা। পুলিশ ওই নরকঙ্কাল উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
ঘরের পাশে জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির নরকঙ্কাল
RELATED ARTICLES