সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : যখন উত্তরবঙ্গে টানা বৃষ্টির ফলে তৈরী হয়েছে বন্যা পরিস্থিতি। অপরদিকে অনাবৃষ্টি ও কাঠ ফাটা রোদে পুড়ছে দক্ষিন বঙ্গ। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষীদের। স্বাভাবিক ভাবেই জুলাই মাস প্রায় শেষের দিকে কিন্তু এখনো বৃষ্টির দেখা নাই উত্তরবঙ্গে। ফলে ধান রোয়ার কাজ শুরুই হয়নি অধিকাংশ এলাকায়। তখন অবশেষে দেখা মিলল বৃষ্টির । স্বস্তিতে জেলাবাসি। এদিন দুপুর ২.৩০ মিনিট থেকে একটানা প্রায় দু ঘণ্ট মুশলধারে বৃষ্টি হয়। ফলে দারুণ উপকার হয়েছে চাষিদের। যে সমস্ত ধান জমিতে এখনও পর্যন্ত ধান লাগাতে পারছিল না সেই জমিতে এখন ধান লাগাতে পারবে চাষিরা। জেলাবাসিও এই বৃষ্টির দিকেই তাকিযে ছিল। সব মিলিয়ে আজকের বৃষ্টি সাধারন মানুষ থেকে চাষি সকলেই দারুণ খুশি। এক ফোটা জলের জন্য যে জমি শুকিয়ে ছিল আজকের কয়েক ঘণ্টার বৃষ্টিতে সেই সমস্ত জমির উপর দিয়ে বইছে জল।