সোমনাথ মুখার্জী, লাউদোহা : কালো টাকা ফেরত ইভিএমের বদলে ব্যালটে ভোট ও ৪৫ টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের প্রতিবাদে শনিবার সকালে লাউদোহায় প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস । সকাল দশটায় মিছিলটি শুরু হয় এমআইসি বাস স্ট্যান্ড থেকে লাউদোহা থানা ঘুরে মিছিল শেষ হয় বিডিও অফিস চত্বরে । মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের লাউদোহা ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় সহ প্রায় শ পাঁচেক তৃণমূল কর্মী সমর্থক । মিছিল শেষে সুজিতবাবু বলেন ভোটের আগে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেক ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা জমা করা হবে । সব বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি উল্টে নীরব মোদী মেহুল বিজয় মাল্য ললিত মোদী সহ একাধিক প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী দেশবাসীর টাকা লুঠ করে বিদেশে পালিয়ে গেছে । এছাড়াও সদ্য সমাপ্ত লোকসভা ভোটে হাজার হাজার কোটি কালো টাকা ব্যবহার করেছে বিজেপি । সে সব টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে লাগাতার আন্দোলন চলবে বলে সুজিতবাবু জানান ।
কালো টাকা ফেরৎ চেয়ে তৃণমূলের মহামিছিল লাউদোহায়
RELATED ARTICLES