নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ আচমকায় খনি শ্রমিকদের বিভিন্ন জায়গায় বদলি। আর তাকে কেন্দ্র করেই ক্ষোভ দেখা দিয়েছে শ্রমিকদের মধ্যে। ঘটনা পাণ্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর কোলিয়ারির। কোলিয়ারির শ্রমিকদের অভিযোগ, খনি কর্তৃপক্ষ বিনা নোটিশে আচমকায় অন্যায়ভাবে শ্রমিকদের যত্রতত্র বদলি করছেন। গত কয়েকদিনে ১২ জন শ্রমিককে বিভিন্ন কোলিয়ারিতে বদলি করা হয়েছে। শ্রমিকদের আশঙ্কা খনি কর্তৃপক্ষ খনি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে। এরই প্রতিবাদে সোমবার সকাল ৮টা থেকে খনিশ্রমিকরা এক জোট হয়ে কোলিয়ারির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। টানা দুপুর পর্যন্ত শ্রমিকদের নাগাড়ে চলতে থাকলেও শ্রমিকদের সঙ্গে খনি কর্তৃপক্ষের কোনও আধিকারিক দেখা করেননি বলে জানা গেছে। শুধু তাই নয়, আচমকায় এভাবে বিভিন্ন কোলিয়ারিতে শ্রমিক বদলির বিস্যেও মুখে কুলুপ এঁটেছে খনি কর্তৃপক্ষ।