নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ অবৈধভাবে বালি পাচারের সময় অভিযান চালিয়ে আটটি গাড়ি আটক করলো প্রশাসন। ঘটনা বাঁকুড়ার সারেঙ্গা থানার বিক্রমপুর এলাকার। স্থানীয়দের দাবি, কংসাবতী নদীর বিক্রমপুর ঘাট থেকে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকটি লরি নাগাড়ে বালি পাচারের কাজে নিযুক্ত ছিল। গ্রামের মানুষজন দীর্ঘদিন অভিযোগ, বালি পাচারের তীব্র প্রতিবাদ করে এলেও পাচারকারী ও বালি মাফিয়ারা তোয়াক্কা না করেই বালি পাচারের কাজ ব্যস্ত ছিল। এরপর তারা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে সোমবার রাতে পুলিশ আচমকায় হানা দিয়ে একাধিক বালির গাড়ি আটক করে। সরকারী নিষেধাজ্ঞা অনুযায়ী ২৭ জুন থেকে রাজ্যের সমস্ত বালি ঘাট থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সারেঙ্গার ঘটনার কথা স্বীকার করেছেন অতিরিক্ত জেলাশাসক সব্যসাচী সরকার। তিনি জানান, বেআইনিভাবে বালি তোলার অভিযোগে আটটি গাড়ি আটক করা হয়েছে।