নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের দুস্কৃতিদের নজরে প্রহরীবিহীন এটিএম। এবার ফের এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম ভেঙে লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দিল দুস্কৃতিরা। ঘটনা দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার জ্যোতিষ পুর এলাকায়। জানা গেছে, রাতের অন্ধকারে ওই এটিএমে দুস্কৃতিরা হানা দেয়। এরপর এটিএমের সিসিটিভি ক্যামেরা অকেজো করে দিয়ে তারা এটিএম মেশিন ভেঙে লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দেয়। এরপর সকালে ব্যাঙ্কের কর্মীরা এটিএম মেশিন ভাঙা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুস্কৃতিরা এই এটিএমে লুঠের ছক আগে থেকে কষেছিল। এর কারণ হিসেবে পুলিশ জানিয়েছে প্রত্যেকদিন রাতে ওই এটিএমে দুজন করে সিভিক ভলেন্টিয়ার ডিউটিতে থাকে। শুধুমাত্র এটিএম লুঠের দিনেই এটিএমে কোনও সিভিক ভলেন্টিয়ার ছিল না, ছিল না কোনও নিরাপত্তারক্ষীও। দুষ্কৃতিরা এই সুযোগকেই কাজে লাগিয়েছে। দুষ্কৃতিদের খোঁজে তদন্ত শুরু করেছে। তবে এটিএম থেকে ঠিক কত টাকা লুঠ হয়েছে সে সম্পর্কে ব্যাঙ্কের তরফে কিছু জানানো হয়েছে।