নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ দৌরাত্ম্য বেড়েছিল বহুদিন থেকেই। মূলত টোটো এবং অটোর দৌরাত্ম্যের জেরে গত কয়েক মাস ধরেই নাভিশ্বাস অবস্থা শিল্পশহরবাসীর। একের পর এক অভিযোগ জমা পড়তে পড়তে টোটো ও অটো চালকদের বিরুদ্ধে ক্রমে অভিযোগের পাহাড় জমছিল। সন্ধ্যের পর মূলত এদের দৌরাত্ম্য এতটাই বেড়েছিল যে দুর্গাপুরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাত্রীদের মধ্যেও ক্ষোভ দেখা গেছে। এবার সেই টোটো ও অটোচালকদের লাগামছাড়া দৌরাত্ম্য রুখতে উদ্যোগ নিল প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুরের সিটি সেন্টারের বিগ বাজার এলাকা, গান্ধী মোড়, প্রান্তিকা বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেআইনি ২০টি অবৈধ টোটো আটক করল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক এডিসিপি শাশ্বতী শ্বেতা সামন্ত জানান, বেশ কিছুদিন ধরেই দুর্গাপুর জুড়ে বেআইনি টোটো ও অটোর দৌরাত্ম্যের খবর সামনে আসছিল। বাস অ্যাসোসিয়েশনের তরফেও অভিযোগ উঠেছিল যে অবৈধ টোটোর রমরমা বাজারের জেরে মিনিবাস ব্যবসা মার খাচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন নিউ টাউনশিপ থানা, কোক ওভেন থানা, দুর্গাপুর থানা, মুচিপাড়া ট্রাফিক, দুর্গাপুর ট্রাফিক এবং মহকুমা অফিসের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালিয়ে ২০টি অবৈধ টোটো আটক করেন। পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে দুর্গাপুর পুরসভার রেজিস্ট্রেশনের আওতায় শহরে ৭৫৯টি টোটো রয়েছে। অথচ শহর জুড়ে বর্তমানে টোটোর সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজারেরও বেশি। আটক হওয়া টোটো মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আগামী দিনে অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান আরো চলবে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
দুর্গাপুর শহর জুড়ে অবৈধ টোটো বন্ধের বিরুদ্ধে অভিযান
RELATED ARTICLES