সোমনাথ মুখার্জি, লাউদোহা : এবার উজালা গ্যাস সরবরাহ প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে এল লাউদোহা ব্লক এলাকায়। স্থানীয় নবঘনপুর গ্রামের রুইদাস পাড়া ও বাউরি পাড়ায় প্রায় পঞ্চাশটি পরিবার এই প্রকল্পে গ্যাস নিয়ে মহাসমস্যায় পড়েছেন। গ্যাস সংযোগ নেওয়ার সময় তাদের কাছে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন। এই প্রতারণার সাথে জড়িত কুলবনি গ্রামের খোকন রুইদাস ও জয়ন্ত রুই দাস নামে দুইজনের নামে শনিবার প্রতারিতরা লাউদোহা থানায় অভিযোগ দায়ের করেন। উপভোক্তাদের বক্তব্য, প্রায় একবছর আগে উজালা গ্যাস প্রকল্পে তারা রান্নার গ্যাসের সংযোগ নেন। সে সময় খোকন রুইদাস ও জয়ন্ত রুইদাস প্রতিটি পরিবারের কাছ থেকে কারও কাছে ১৬৫০ টাকা, কারও কাছে ১০০০ টাকা আবার কারও কাছে ৫৫০ টাকা আদায় করে। বিনিময়ে তাঁদেরকে একটা করে ওভেন ও একটা গ্যাস সিলিন্ডার দেওয়া হয়। প্রতারিতরা জানান, এরপর রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে গিয়ে দেখেন গ্যাস বুকিং হচ্ছে না। শুধু তাই নয়, মাসিক সাবসিডির টাকাও ঢুকছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতায় এমনই অভিযোগ স্থানীয়দের। পরে গ্যাস সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানতে পারেন রান্নার গ্যাসের ব্লু বুক গুলি জাল। ঘটনার জেরে শনিবার তাঁরা গণস্বাক্ষর করে খোকন রুইদাস ও জয়ন্ত রুই দাসের নামে লাউদোহা থানায় প্রতারণার অভিযোগ পত্র জমা দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।