সঞ্জীব মল্লিক , বাঁকুড়াঃ দাঁড়িয়ে থাকা ট্রলারের পিছনে ধাক্কা অ্যাম্বুলেন্সের। দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত এক শিশুসহ ৫ জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানা অন্তর্গত কুমিরদা গ্রামে বাঁকুড়া-পুরুলিয়া ৬০-এ নং জাতীয় সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে এক প্রসূতিকে নিয়ে পুরুলিয়া হুড়া থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের দিকে রওনা হয়েছিল অ্যাম্বুলেন্সটি। কিন্তু কুমিরদা গ্রামের কাছে অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারের পিছনের ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলে মৃত্যু হয় জলধর মন্ডল(৬৫) নামে এক বৃদ্ধের। গুরুতর আহত গর্ভবতী মোহিনী মন্ডল(৩২) নামে এক মহিলা, অ্যাম্বুলেন্স চালক সোমনাথ মাহাত(২৮)সহ আরো তিন ব্যক্তি। দুর্ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারাই বাঁকুড়া সদর থানায় খবর দেন এবং আহতদের গাড়ি থেকে উদ্ধার করেন। পরে পুলিশ গিয়ে আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতদেহটিও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, পুরুলিয়া জেলার বলরামপুর থানার মালতি গ্রামের কাছে এক পিকাপ ভেনর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয় | ফলে পিকাপ ভেনে থাকা যাত্রীরা গুরুত্বর জখম হয় বলে জানা যায় | ঘটনাস্থলে বলরামপুর থানার পুলিশ ও স্থানীয় মানুষ তাদের কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বলরামপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় | জখম দের মধ্যে কয়েক জনের অবস্থা খারাপ থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয় | জানা যায় পিকাপ ভেন টি চান্ডিল থেকে বলরামপুর দিক আসছিল সেই সময় ই এই বিপত্তি | কয়েক জন মহিলা ও শিশু ঐ গাড়িতে ছিল বলেও খবর পাওয়া গেছে |তবে ঘাতক লরিটি আটক করেছে পুলিশ ,যদিও লরির ড্রাইভার পলাতক বলে জানা যায় |
দাঁড়িয়ে থাকা ট্রলারের পেছনে ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত এক, গুরুতর আহত ৫
RELATED ARTICLES