সঞ্জীব মল্লিক , বাঁকুড়াঃ ৯ই আগষ্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হলেও আজ সিমলাপাল মদনমোহন হাইস্কুলে পালিত গোটা জেলা জুড়ে বিশ্ব আদিবাসী দিবস। এদিনের মঞ্চ থেকে জেলাশাসক সহ অন্যানদের হাত দিয়ে কম্পিউটার,শংসাপত্র,সাইকেল সহ নানা সামগ্রি প্রদান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল বাঁকুড়া জেলাশাসক ডঃ উমা শঙ্কর এস, পুলিশ সুপার কোটেশ্বর রাও, খাতড়া এসডিও রাজু মিশ্র, এসডিপিও খাতড়া বিবেক ভার্মা, রানিবাঁধ বিধায়ক জোৎস্না মান্ডি, রাইপুর বিধায়ক বীরেন্দ্রনাথ ঢুডু সহ অন্যান আধিকারিক বৃন্দ।এদিনের রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস আজ হলেও।গত কাল ৯ই আগষ্ট কেন্দ্রীয় ভাবে চ্বিশ্ব আদিবাসী দিবস ঝাড়গ্রামে পালন করা হয়। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসীদের অধিকার, সংস্কৃতি ও অন্যান বিষয় সম্পর্কে ধারনা সহ নানা কর্মক্ষেত্রে যেমন কৃষিকাজ পশুপালন ইত্যাদি বিষয়ের উপর নানা সামগ্রী বিতরণ করি এবং এদিন শারিরীক প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করি এবং অপুষ্ট শিশুদের নানা কিট বিতরণ করি আজ।রানিবাঁধের বিধায়ক জোৎস্না মান্ডি আজ বিশ্ব আদিবাসী দিবস সম্পর্কে দীর্ঘায়িত আলোচনা করেন।