নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের অমানবিকতার সীমা ছাড়ালো মানুষ। স্ত্রী ও সন্তান নিয়ে রেলষ্টেশনে দিন-রাত কাটানো এক পরিবারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন স্থানীয় দুষ্কৃতির বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং রেলস্টেশনের। জানা গেছে, রেলস্টেশনে থাকা এক মহিলা ও যুবক বহুদিন ধরেই সেখানে থাকতেন। তাদের অভিযোগ প্রায় এলাকার কয়েকজন যুবক তাদের কাছ থেকে তোলা আদায় করতে আসে। দিতে পারলে ভালো না দিলে বেধড়ক মারধর আর গালাগালি।
অসহায় ওই পরিবারের অভিযোগ এদিনও তোলা দিতে না পারায় স্টেশনেই বেধড়ক মারধর শুরু করে কয়েক জন দুষ্কৃতী। খবর পেয়ে আরপিএফ ঘটনাস্থলে পৌঁছালেও তাদের সামনেই ওই ব্যক্তিকে বেধড়ক মারলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। পরে জিআরপি এসে তাদেরকে উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এহেন অমানবিকতাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
স্টেশন চত্বরে পরিবার নিয়ে বসবাস, তোলা দিতে না পারায় বেধড়ক মার দুষ্কৃতিদের, দেখুন ভিডিওসহ
RELATED ARTICLES