সঞ্জীব মল্লিক, বাঁকুড়াঃ আজই দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শেষ হয়েছে দিদিকে বলো কর্মসূচী। সকাল থেকেই তিনি একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে আজকের দিনটি অতিবাহিত করলেন। সেই মত শুক্রবার বিষ্ণুপুর মহাকুমা হাসপাতালের চ্যায়ারম্যান হয়ে তিনি সটাং চলে আসেন বিষ্ণপুর মহাকুমা হাসপাতালে। হাসপাতাল চত্বর ঘুড়ে দেখার পাশাপাশি রোগীদের সাথেও কথা বলেন তিনি । মন্ত্রী শ্যামল সাঁতরা মানুষের সাথে যে ভাবে মিশে যেতে পারেন তার একমাত্র বিকল্প তিনি নিজেই। কারন তিনিই একমাত্র জনপ্রতিনিধি যিনি সকল স্থরের মানুষের সাথে মিশে যেতে পারেন। এছাড়াও আজ তিনি হাসপাতালের পরিসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন । মন্ত্রীকে একেবারে হাতের কাছে পেয়ে খুশি রোগী থেকে রোগীর আত্মীয়রাও। শ্যামল সাঁতরা বলেন , হাসপাতালে কিছু জায়গা রয়েছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন আছে। তবে আগামী দিনে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মিটিং করে যাতে হাসপাতালের পরিসেবা আরও ভালো করা যায় সেই দিকেই নজর দেওয়া হচ্ছে।