জয়প্রকাশ কুইরি, পুরুলিয়াঃ মামার বাড়ি ঘুরতে যাওয়ার সময় আচমকায় রহস্যজনকভাবে তরুণীর দগ্ধ মৃতদেহ উদ্ধার। পুরুলিয়ার কেন্দা থানার কাটাডি গ্রামে এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার। মৃতার নাম রিঙ্কু বাউরী (২২)। তার বাড়ি পুরুলিয়ার আড়শা থানার কাটাডি গ্রামে। মৃতার মামা পুরুলিয়ার কেন্দা থানার রাজনোয়াগড় গ্রামের বাসিন্দা মনেশ বাউরি জানান রিঙ্কুর মা মারা যাওয়ার পর সে তাদের কাছেই থাকত। মনসা পূজা উপলক্ষে কয়েকদিন আগে মাসিরবাড়ি পুরুলিয়া শহরের মহুলগুটার গ্রামে এসেছিল। বুধবার বিকালে তার রিঙ্কু মাসির বাড়ি থেকে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাত হয়ে গেলেও ওই তরুণী বাড়িতে না পৌঁছানোয়। এরইমধ্যে বুধবার রাতেই কেন্দা থানার তালতলা এলাকায় রাস্তার ধারে এক তরুণীকে অর্ধদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ কেন্দা থানায় খবর দেন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এক তরুণীর মৃত্যুর খবর শুনে চরম উৎকণ্ঠায় হাসপাতালে পৌছায় ওই তরুণীর পরিজনেরা। সেখানে তরুণীর মামাবাড়ির লোকেরা তাকে শনাক্ত করেন। কিন্তু কিভাবে এই ঘটনাটি ঘটল সেবিষয়ে চরম ধোঁয়াশা তৈরী হয়েছে। বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
রাস্তার ধার থেকে তরুনীর দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
RELATED ARTICLES