সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : বেসরকারী স্কুল গুলিকে নিয়ে বৈঠকে বসলো বাঁকুড়া জেলা প্রশাসন। মঙ্গলবার পৌরসভার কন্যাশ্রী ভবনে জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস বেসরকারী স্কুল কর্ত্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। উল্লেখ্য, সম্প্রতি বাঁকুড়া শহর সংলগ্ন একটি নামী বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলে থাকা কালিন অসুস্থ হয়ে পরে হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটে। তার পর বেসরকারী স্কুল গুলিকে নিয়ে জেলাশাসকের এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছেন। বৈঠকে অংশ নেওৎা বেসরকারী এক স্কুলের প্রধান সুশান্ত ঘোষ, জেলাপ্রশাসন মূলতঃ ছাত্র ছাত্রীদের নিরাপত্তার উপর বেশী জোর দিয়েছেন। এছাড়াও পরিকাঠামো যা নির্দেশ দেওয়া হয়েছে অতিদ্রুত তা সেরে ফেলা হবে। তবে সরকারী নিয়মানুযায়ী শিক্ষকদের বেতন দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে বলে তিনি জানান। বৈঠক শেষে জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস বলেন, বেসরকারী স্কুল গুলিকে নিয়ে সরকারী ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা জানানো হয়েছে। যাদের অনুমোদন নেই তাদের সেপ্টেম্বর মাসের মধ্যে অনুমোদনের আবেদন করতে বলা হয়েছে। আবেদন করার পর তা খতিয়ে দেখা হবে। ডিসেম্বরের মধ্যে নির্দেশিকা পূরণ করতে না পারলে আগামী শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি করতে পারবেননা।