নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : ফের বড়োসর সাফল্য পেল পাত্রসায়ের থানার পুলিশ । গত রাত্রে দেশী মদের ঠেকে অভিযান চালায় পাত্রসায়ের থানার পুলিশ । ভেঙে ফেলা হয় মদের ঠেক এবং দুই অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সুত্রে খবর , দীর্ঘ দিন ধরেই তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনী ভাবে দেশি মদের ঠেক চালাচ্ছিল । এরপর বালসি হরিপুর গ্রাম থেকে দেশি মদের ঠেক ভেঙ্গে দুজনকে অ্যারেস্ট করা পুলিশ । অভিযুক্ত দুই ব্যক্তির নাম তারাপদ রুইদাস বয়স ৫৯ বছর এবং অপর ব্যাক্তির নাম জিতেন রুইদাস বয়স ৩০ বছর । আজ অভিযুক্তদের বিষ্ণুপুর আদালতে তোলা হয়েছে । পুলিশি অভিয়য়ানে বাজেয়াপ্ত হয়েছে 100 লিটার দেশি মদ । পুলিশ সুত্রে জানা যায় , এই ধরনের কারবার বন্ধ রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে ।
বাঁকুড়া : রাতের অন্ধকারে মদের ঠেকে পুলিশি অভিয়য়ান , গ্রেফতার দুই
RELATED ARTICLES