সোমনাথ মুখার্জি, পান্ডবেস্বর-; শুক্রবার পান্ড বেস্বরের বাংকলা এরিয়ার তিলাবনি কোলিয়ারি র শ্রমিকরা বিশুদ্ধ পানিয়জল ও খনির নিচে নিরাপত্তার দাবীতে নিজেদের কাজ বন্ধ রেখে বিক্ষোভ সামিল হল। বিক্ষোভের জেরে খনির কাজ বন্ধ। শ্রমিকদের অভিযোগ খনির নিচে প্রচন্ড গরম সেই গরমের থেকে বাঁচতে খনি কর্তপক্ষ কে বার বার বলেও কোনও কাজ হচ্ছে না ।ফলে তীব্র গরমে খনির নিচে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। নাহলে তাদের হাজরি কেটে নেওয়া হবে বলে ভয় দেখাচ্ছেন কলিয়ারীর আধিকারিকরা। গরেম কাজ থেকে ফেরার পর তাদের জন্য মিলছেনা পনিয় জল বলে অভিযোগ শ্রমিকদের। খনির শ্রমিক গৌরব পাঁজা,সামু নাহক রা জানান বার বার ম্যানেজম্যান্ট কে বলেও কোনো কাজ হয়নি ফলে আজ বাধ্য হয়ে আন্দোলন নেমেছেন। যদিও খনির এক আধিকারিক সদুত্তর দিতে না পেরে পালিয়ে বাঁচলেন। বিক্ষোভের জেরে প্রায় ঘন্টা চারেক খনির কাজ বন্ধ হতে যায় । পরে ঊর্ধ্বতন আধিকারিকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন শ্রমিকরা।