নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:–
বাঁকুড়ায় গন ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের পরিবারের তরফে নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে সরব নির্যাতিতার পরিবার ও গ্রামের বাসিন্দারা। অভিযুক্তদের গ্রাম ঘিরে বিক্ষোভ দেখাই নির্যাতিতার গ্রামবাসীরা। তারপর বাঁকুড়া সদর থানায় অভিযুক্তদের তরপে হুমকি দেওয়ার প্রতিবাদে দেওয়ার ঘটনায় বেশ কিছুক্ষণ থানায় বিক্ষোভ দেওয়া হয় এবং অভিযুক্তদের নামে আবার লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের তরফে। বাঁকুড়ায় গন ধর্ষণের ঘটনায় নির্যাতিতার পরিবারকে কেস তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তুলে এবার রাস্তায় নামল নির্যাতিতার গ্রামের বাসিন্দারা।
আজ নির্যাতিতার গ্রামের বাসিন্দারা ওই অভিযোগ তুলে অভিযুক্তদের গ্রামে গিয়ে বিক্ষোভ দেখায়। উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর বাঁকুড়ার জগন্নাথবাটি গ্রামে নিজের শ্বশুর বাড়ি থেকে কাঞ্চনপুরে নিজের বাপের বাড়ি যাওয়ার পথে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় লাগোয়া ৬০ নম্বর জাটিয় সড়কের ধারে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূকে গন ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় নির্যাতিতার পরিবারের তরফে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া সদর থানার পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে ৪ জনেরই বাড়ি স্থানীয় বলরামপুর গ্রামে। এরপর থেকে অভিযুক্তদের পরিবার ক্রমাগত নির্যাতিতার পরিবারকে কেস তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে এই অভিযোগ উঠতে শুরু করে।