সঞ্জীব মল্লিক, বাঁকুড়া:–
এনআরসি কোন অবস্থাতেই লাগু করতে দেওয়া হবে না, আদিবাসী বনবাসীদের দখলীকৃত জমি থেকে উচ্ছেদ করা চলবে না, দখলীকৃত জমির পাট্টা তাদের দিতে হবে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা গরীব মানুষের নাম নথিভুক্ত করতে হবে, রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে ও খরাপীড়িত গরীব মানুষের জন্য বন্ধ হয়ে যাওয়া ১০০ দিনের প্রকল্প অবিলম্বে চালু করার হবে সহ ১২ দফা দাবিতে আজ ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআই এম এল লিবারেশন আদিবাসী অধিকার বিকাস মঞ্চ ও সারা ভারত কৃষি ও গ্রামীণ মজদুর সমিতির কর্মীরা। আজ এই ১২ দফা দাবি নিয়ে বাঁকুড়ার হিন্দু হাই স্কুল থেকে বাঁকুড়া বাজার ঘুরে তারা জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেয়। অবিলম্বে এই গুলি কার্যকরী না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন এই সংগঠনের নেতৃত্ব।