নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া ও বর্ধমান: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এনআরসি আতঙ্ক থেকেই এই ঘটনা বলে দাবি পরিবারের। যদিও এখনও পর্যন্ত স্থানীয় পুলিশ কিংবা প্রশাসনের কাছে এবিষয়ে কিছু জানায়নি পরিবারের সদস্যরা।বাঁকুড়ার সিমলাপাল থানার পাথরডোবা গ্রামের ঘটনা। মৃতের নাম আজাদ আলি খান(৫৭)। মৃতের খুড়তুতো ভাই মহম্মদ বেলালউদ্দিন খান বলেন,দাদা কয়েকদিন ধরেই জমিজমা সংক্রান্ত কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছিলেন। একটা চিন্তার মধ্যেই ছিলেন।শুক্রবার সকালে সেই কাগজপত্র নিয়েই বেরিয়েছিলেন বাঁকুড়া যাওয়ার জন্য। বাড়ি থেকে বেরিয়েই রাস্তায় পড়ে যান।আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সময় পাইনি। স্থানীয় এক ডাক্তার দেখে মৃত ঘোষনার পরই শেষকৃত্য সম্পন্ন হয়। হৃদরোগে মৃত্যু হয়ে থাকলেও আমরা মনে করছি এনআরসি আতঙ্কের কারনেই এটা হয়েছে। যদিও এব্যাপারে পুলিশ কিংবা প্রশাসনকে তারা কিছু জানাননি বলেও জানিয়েছেন বেলাল উদ্দিন। সিমলাপাল তৃনমূল নেতৃত্বেরও দাবি এনআরসি আতঙ্কের কারনেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এবার অন্য দিকে এনআরসি আতংকে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল খোদ পূর্ব বর্ধমান জেলায়। মৃতের নাম কমল ঘোষ (৪২)। বাড়ি জামালপুর থানার জৌগ্রাম চ্যাঙ্গাবেড়িয়া গ্রামে। মৃতের পরিবার সূত্রে দাবী করা হয়েছে, বেশ কিছুদিন ধরেই দিনমজুর কমল ঘোষ এনআরসি আতংকে ভুগছিলেন। এব্যাপারে তিনি প্রতিবেশীদেরও তাঁর আতংকের কথা জানিয়েছিলেন। তার জেরেই আচমকা শুক্রবার দুপুর ৩টে নাগাদ তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনু্মান হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবী পরিবারের। যদিও এব্যাপারে প্রশাসনিকভাবে কোনো কিছু জানা যায়নি।