নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :-
গভীর রাতে ঝাড়গ্রাম শহরে হাজির হয়েছে এক দাঁতাল হাতি। হাতির আতঙ্কে ঘুম ছুটেছে বাসিন্দাদের । ডিয়ার পার্কের জঙ্গলের দিক থেকে হাতিটি ঘোড়াধরা এলাকায় ঢুকে। রাতে ঘোড়াধোরা পার্ক সর্বজনীন পুজো মন্ডপের কাজ চলছিল বৃষ্টির মধ্যে। আচমকা রাস্তায় হাতি দেখে শুরু হয় হইচই। সারা রাত ধরে হাতিটি পুরো ঝাড়গ্রাম শহর দাপিয়ে বেড়ায়। স্থানীয় মানুষ খবর দেয় বনদপ্তর ও পুলিশকে। ঝাড়গ্রাম থানার আইসি পুলিশ নিয়ে চলে আসেন। কিন্তু বনদপ্তরের লোকজন না আসায় স্থানীয় বাসিন্দারা আগুন জ্বেলে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। তাড়া খেয়ে হাতিটি অরণ্যসুন্দরী মহাসঙ্ঘের ভেতর হয়ে, থানার পাশ দিয়ে হিন্দি হাই স্কুলের রাস্তা দিয়ে স্টেশনের দিক হয়ে সুভাসপার্ক , পাঁচ মাথার মোড়ের দিয়ে চলে যায়। বনদপ্তরের লোকজন হাতিটিকে শহর থেকে জঙ্গলে পাঠানোর জন্য এগিয়ে আসেন।