নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ- পুজোর মুখে দিনে-দুপুরে ব্যাংকের ভেতর থেকে টাকা লুঠ করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গেল এক ডাকাত। সোমবার সকালে। দুর্গাপুরের মুখ্য প্রশাসনিক কেন্দ্র সিটি সেন্টারে।
এদিন সকালে পুরসভার শপিংমলে অবস্থিত একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। সেই সময় ব্যাঙ্কের এটিএম গুলিতে টাকা ভরার দায়িত্বে থাকা অন্য একটি বেসরকারি সংস্থার জন্য গোছা গোছা টাকা আলাদা করে ব্যাগে রাখার কাজ চলছিল। সে সময়ই সকলের নজর এড়িয়ে একটি ব্যাগ হাতে নিয়ে ব্যাঙ্ক থেকে পালাতে যায় এক দুষ্কৃতী। তার গতিবিধিতে সন্দেহ হয় ব্যাঙ্কের ওই শাখার এক নিরাপত্তারক্ষীর প্রদীপ ঘোষালের। তিনি তৎক্ষণাৎ তাকে আটকান ব্যাঙ্কের গেটেই। অবস্থা বেগতিক বুঝে দ্রুত চম্পট দেয় অন্য দুই লুঠেরা। উদ্ধার হয় এক লক্ষ টাকা ভর্তি ব্যাগটিও। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ব্যাঙ্কে এসে পৌঁছায় পুলিশ ও অন্য দুই দুষ্কৃতী খোঁজে শুরু হয়েছে তল্লাশিও ব্যাঙ্কের কাছে সিসিটিভির ফুটেজ চেয়েছে পুলিশ।