নিজস্ব প্রতিবেদন, বর্ধমান:-
বুধবার সন্ধ্যে প্রায় ৭ টা ১০ নাগাদ বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডে বিজেপি সমর্থকদের আক্রমণের শিকার হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবাঞ্জন দাস এবং তার এক বান্ধবী। দেবাঞ্জনের অভিযোগ, এদিন রাত্রে কলকাতা যাবার জন্য সে যখন বান্ধবীকে নিয়ে বাসে উঠতে যায় সেই সময় অতর্কিতে তার ওপর হামলা চালায় জনা ছয়েক বিজেপি সমর্থক। ব্যাপক কিল চড় ঘুষি মারা হয়। দেবাঞ্জন জানিয়েছে, এরপর একজন বিজেপির নেতা এসে হুমকি দিয়ে যায় বাবুল সুপ্রিয়কে মারার জন্য তাকে ছাড়া হবে না। উল্লেখ্য, সম্প্রতি যাদবপুরে এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বাম সমর্থক ছাত্ররা। সেই সময় দেবাঞ্জন বাবুল সুপ্রিয়কে নিগৃহীত কর বলে অভিযোগ। পরে রাজ্যপাল গিয়ে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করেন। এই ঘটনাকে রাজ্য জুড়ে হৈচৈ শুরু হয়। দেবাঞ্জনের অভিযোগ সেই ঘটনার জেরেই তার ওপর এদিন হামলা চালানো হয়। এদিন রাত্রে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিজেপি এই ঘটনা অস্বীকার করে জানিয়েছে, এই ঘটনার সঙ্গে বিজেপি মোটেও জড়িত নয়।